IMA র মালদা শাখার পক্ষ থেকে IMA ভবনের সামনে দুদিনের জন্য খোলা হল অভয়া ক্লিনিক


সুমিত ঘোষ মালদা: সারা রাজ্যের সাথে চিকিৎসকদের কর্ম বিরতির প্রভাব মালদা জেলাতে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত। আউটডোরে রোগের সংখ্যা কম কার্যত নেই বললেই চলে। মালদাতে চিকিৎসকদের চেম্বার বন্ধ। আজ এবং আগামীকাল দুদিন সমস্ত বেসরকারি চেম্বার বন্ধ থাকবে। সেখানে দাঁড়িয়ে রুগীরা যাতে কোনরকম ভাবে সমস্যায় না পড়ে তার জন্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মালদা শাখার উদ্যোগে অভয়া ক্লিনিক খোলা হয়েছে। আজকে IMA র মালদা শাখার পক্ষ থেকে আইএমএ ভবনের সামনে দুদিনের জন্য খোলা হয়েছে অভয়া ক্লিনিক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights