মালদা: মালদা শহরের মকদমপুর এলাকায় একটি পলি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। বৃহস্পতিবার দুপুরে ফিতে কেটে এই পলি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ব্যবসায়ী নেত তথা মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আনারুল হক। জানা গেছে এই পলি ক্লিনিকে আউটডোরের ব্যবস্থা রয়েছে। জেলা তথা কলকাতা এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিশিষ্ট চিকিৎসকরা এখানে রোগী দেখবেন বলে জানান জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা।
Malda: A poly clinic has been formally inaugurated in Makdampur area of Malda city. District businessman Net and Malda Mango Merchant Association President Ujjal Saha formally inaugurated the poly clinic by cutting the ribbon on Thursday afternoon. Noted social worker Anarul Haque was also present. It is learned that there is an outdoor arrangement in this poly clinic. Prominent doctors from the district as well as kolkata and malda medical college hospitals will see patients here, said district business leader Ujjal Saha.