ইন্দ্রজিৎ আইচঃ উড়ান গ্রুপ আয়োজিত রিঙ্কি অমরের পরিকল্পনা ও পরিচালনায় আগামী ২৪ শে ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার এই প্রথমবার জে ডব্লিউ মেরিয়েট হোটেলে এইদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হতে চলেছে কলাকৃতি ট্রফি এওয়ার্ড। সেই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিলো দক্ষিণ কলকাতার পেন এশিয়া ইন্টারন্যাশনাল ব্যাংকয়েটে। এই সম্মেলনে উড়ানের ডিরেক্টার রিঙ্কি অমর জানালেন মোট ৩০ টা ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে। তার মধ্যে বাংলাদেশ থেকে ৪ জন, মুম্বাই থেকে ৪ জন বাকি কলকাতার ফিল্ম ও টেলিভিশন জগতের সেরা বিভিন্ন শিল্পী, কলাকুশলী, মেকআপ, ড্রেসার, হেয়ার ডিজাইনার থেকে সেরা পরিচালক, চিত্র নাট্যকার, এডিটর, সংগীতশিল্পী, ক্যামেরাম্যান সবাই এই পুরস্কার পাবেন। উড়ান গ্রুপ আয়োজিত কলাকৃতি ট্রফি এওয়ার্ড এর এই সন্ধ্যায় মুম্বাই, বাংলাদেশ ও বাংলার বিভিন্ন নামি শিল্পীরা ওইদিন হাজির থাকবেন। এইদিন বহু নামি শিল্পী এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বক্তব্য রাখেন অভিনেত্রী সায়নতনি গুহ ঠাকুরতা, প্রীতি বিশ্বাস , রতন ঝাওযার, স্নেহা ঘোষাল, তপন সরকার, পরিচালক ডঃ প্রবীর ভৌমিক, পার্থ শা, সুদীপ্তা ব্যানার্জী সহ আরো অনেকে। থাকছে এই এওয়ার্ড এর পাশাপাশি নাচ, গান সহ রকমারী অনুষ্ঠান।