নিজস্ব প্রতিবেদনঃ আজ রবিবার ১৯ শে ডিশেম্বর সকাল ১১ টা থেকে শান্তিপুর বাইগাছিপাড়া বাবা লোকনাথ মন্দির কমিটি বিনা মূল্যে চক্ষু পরীক্ষা, ব্লাড সুগার পরীক্ষা, ই সি জি পরীক্ষা সহ চোখের ছানি অপারেশনের ব্যবস্থা ও চশমা প্রদান অনুষ্ঠান। এই মহতী অনুষ্ঠানে আন্তর্জাতিক লোকনাথ সোসাইটি, কলকাতার সহযোগীতায় ও শান্তিপুর বাইগাছিপাড়া লোকনাথ মন্দির কমিটির সভাপতি সুমিত কর ( দেবু কর ) ও সর্বপরি শান্তিপুর ব্যবসায়ী সমিতির সভাপতি তারক দাস সহ নদিয়া জেলা চেম্বার অফ্ কমার্সের যুগ্ম সম্পাদক গোকুল বিহারী সাহা মহাশয়ের ঐকান্তিক প্রয়াসে এই অনুষ্ঠান সর্বাঙ্গিন সুন্দর হয়ে উঠেছিল। বাবা লোকনাথ কলকাতা সেন্ট্রাল কমিটি অর্থাৎ International Society of Lokenath > ISLOK-র সভাপতি প্রভাস চৌধুরী ও সম্পাদক নব কুমার দাস এবং কোষাধ্যক্ষ শ্রীমতী লিলি চক্রবর্তী সহ অনেক সেবক সেবিকার আগমনে অনুষ্ঠানের সামগ্রিকতা একটা আলাদা মাত্রা নেয়। এই অনুষ্ঠান উদ্বোধন করেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার সভাপতি সুব্রত কর ও সহ-সভাপতি শুভজিৎ দে এবং রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত শিক্ষক বিমলেন্দু সিংহ রায়। সমগ্র অনুষ্ঠানটি বাবু করের বসত বাটিতেই আয়োজিত হয়েছিল। এই মহতী অনুষ্ঠানে ৪২০ জন ব্যক্তির অধিক মানুষ আজ উপকৃত হলেন বিনা মূল্যে চক্ষু পরীক্ষা সহ চশমা প্রদান অনুষ্ঠানে। তবে বলে নেওয়া দরকার লোকনাথ বাবার আশির্ব্বাদকে পাথেয় করে গরীব মধ্যবিত্ত মানুষ কেউ আজ ফেরৎ যাননি এই বিনা মূল্যের পরীক্ষাক্ষেত্র থেকে। একথাও বলা যেতে পারে বিমলেন্দু বাবুর ভাষণ মনোমুগ্ধকর ও সর্বোপরি শান্তিপুর পৌরসভার সভাপতি সুব্রত ঘোষের লোকনাথ বাবার প্রতি স্বশ্রদ্ধ নমন ও তাঁর বাইগাছিপাড়ার মন্দিরের জন্য আগামী দিনের প্রতিশ্রুতি আলাদা মাত্রা এনে দেয়।