৩ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার  ৮৬৯ টাকার রাস্তার নির্মাণের সূচনা করণদিঘীতে


করণদিঘীঃ মোহাম্মদ জাকারিয়াঃ ৩ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার  ৮৬৯ টাকার রাস্তার নির্মাণের সূচনা করণদিঘীতে। যাতায়াতের সুবিধা হবে BSF দেরও। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় ও করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পালের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের আর্থিক সহযোগিতায় উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার রসাখোয়া উত্তর খন্তা থেকে বরদহি পর্যন্ত রাস্তার নির্মাণের শুভ সূচনা করা হয় মঙ্গলবার। আর্থিক  বরাদ্দ ৩ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার  ৮৬৯ টাকা। ও দূরত্ব ৫ কিমি ৫০০ মিটার। এদিন রসাখোয়া তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বাইক রেলির মাধ্যমে রাস্তার শুভ সূচনা করেন করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল। সঙ্গে ছিলেন করণদিঘী থানার আই.সি পলাশ মহন্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবী শ্যামলাল মাহাতো, রসাখোয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোমনাথ পাটোয়ারী সহ অন্যান্যরা। স্থানীয় বাসিন্দারা বলেন এই রাস্তা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, রাস্তা হলে আমরা খুবই উপকৃত হব। স্থানীয় সূত্রে জানা যায় এ রাস্তা সম্পূর্ণ হলে প্রায় দশ হাজার মানুষের যাতায়াতের সুবিধা হবে। সীমান্তবর্তী এলাকা হাওয়াই বি এস এফ (BSF) দেরও যাতায়াতের জন্য সুবিধা হবে বলে জানা যায়। করণদিঘীর বিধায়ক গৌতম পাল বলেন “এই রাস্তার খুব প্রয়োজন ছিল।  আগামীকাল (বুধবার) কাজ শুরু হবে এবং মানুষের দাবি আছে বর্ষার আগে যেন কাজটি শেষ হয়। পিছিয়ে পড়া এলাকায় এ রাস্তার আমাদের কাছে বিরাট পাওনা ছিল। এই রাস্তার  করা জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমরা ধন্যবাদ জানাই। এরকম আরো কিছু রাস্তা এলাকায় রয়েছে, সেগুলো আগামী দিনে আমাদের কাজগুলো করতে হবে।”
Karandighi: Mohammad Zakaria: The construction of the road worth Tk 3 crore 58 lakh 99 thousand 869 started in Karandighi. Bsf will also be able to travel. With the inspiration of Hon’ble Chief Minister Mamata Banerjee and with the financial assistance of the Panchayat Department of the Government of West Bengal, the construction of the road from Rasakhowa North Khanta to Bardahi in Karandighi Assembly constituency of North Dinajpur district was inaugurated on Tuesday at the initiative of Gautam Pal, MLA of Karandighi Legislative Assembly. The financial allocation is Tk 3 crore 58 lakh 99 thousand 869. And the distance is 5 km 500 meters. Karandighi MLA Goutam Pal inaugurated the road with a colourful bike rally from the Trinamool Congress party office in Rasakhowa. Karandighi Police Station IC Palash Mahanta, Panchayat Samiti President Mohammad Kamruzzaman, eminent social worker Shyamlal Mahato, Rasakhowa police outpost in-charge Somnath Patwari and others were present on the occasion.  Local residents said that this road has been our long-standing demand, we will be greatly benefited if the road is built. According to local sources, if this road is completed, about ten thousand people will be able to travel. The border areas of Hawaii will also be convenient for bsf to travel. Karandighi MLA Goutam Pal said, “This road was very much needed.  The work will start tomorrow (Wednesday) and people demand that the work be completed before the monsoon. We had a huge debt on this road in the backward areas. We thank Chief Minister Mamata Banerjee for making this road. There are more such roads in the area, which we have to do in the coming days. “

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights