মোহাম্মদ জাকারিয়াঃ রায়গঞ্জঃ ইটাহারের বিধায়ক মোশারফ হুসেনকে পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকফ বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এই উপলক্ষে রবিবার ইটাহারের পথসাথী প্রাঙ্গণে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা তাকে সংবর্ধনা জানান। এটি উল্লেখযোগ্য যে সাধারণত ওয়াকফ বোর্ডের সদস্য পদে মুসলিম বিধায়ক ও সাংসদদের মনোনীত করা হয়। এই বছর বিরোধী দলের কোনো বিধায়ক নমিনেশন না করায় মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২ আগস্ট বিধানসভার ডেপুটি সেক্রেটারি মোশারফের হাতে সদস্য পদের সংসাপত্র তুলে দেন। মোশারফ হুসেন একই সাথে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি এবং পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ণ নিগমের ভাইস চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করছেন। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী তাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং রাজ্যজুড়ে ওয়াকফ বোর্ডের উন্নয়নে কাজ করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি কার্তিক দাস, ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী পূজা দাস, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি হাসান আলী, জেলা পরিষদ কর্মাধক্ষ সুন্দর কিস্কু, কাজি রেজাউল করিমসহ অন্যান্য ব্লক তৃণমূল নেতৃত্ব।