নবদ্বীপের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে কার্তিকের সাথে মোদীর তুলনা করলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার।


৭ই অক্টোবর ২২ নবদ্বীপ। এদিন নবদ্বীপ পোড়ামাতলায় একান্তআপন অনুষ্ঠান হলে ভারতীয় জনতা পার্টির নবদ্বীপ শহর উত্তর মণ্ডল এর বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার।এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা অপর্ণা  নন্দী সহ নদীয়াজেলা ও নবদ্বীপ বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে সংসদ জগন্নাথ সরকার বলেন পৃথিবীতে দেবী দুর্গা আসুরিক শক্তিকে নিধন করতে মর্তে এসেছিলেন। তাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবতীর্ণ হয়েছেন দেশকে সৈরাচারী শক্তির হাত থেকে মুক্ত করতে। তিনি আর ও বলেন, যেমন যুদ্ধ করতে গেলে অর্থ, বিদ্যা ও সেনা প্রধানের প্রয়োজন হয়,তাই কার্তিককে সাথে নিয়ে এসেছেন দেবী দূর্গা অসুরকে নিধন করতে । ঠিক তেমনি আমরা হলাম ভারতীয় জনতা পার্টির সেইসব সৈনিক।
পশ্চিমবঙ্গে তৃণমূলের হাত রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ্য ভাবে লড়াই চালিয়ে যেতে হবে।

October 7 22 Nabadwip. Bharatiya Janata Party’s (BJP) Navadwip town Uttar Mandal’s Vijaya Sammelan was held at a private function at Nabadwip Poramatala. Ranaghat Lok Sabha MP Jagannath Sarkar was present on the occasion. State Mahila Morcha secretary Aparna Nandy and other bjp leaders from Nadia district and Nabadwip were also present. Speaking on the occasion, Mp Jagannath Sarkar said that Goddess Durga came to die to destroy the demonic forces on earth. That is why our Prime Minister Narendra Modi has come down to free the country from the clutches of terrorist forces. He also said that just as it takes money, education and army chief to fight, so Goddess Durga has brought Kartik with him to kill the demon. Similarly, we are the soldiers of the Bharatiya Janata Party. We have to continue to fight unitedly to protect the tmc in West Bengal.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights