জলপাইগুড়ি:- বিভিন্ন পরিবহনে ছাত্র-ছাত্রীদের ভাড়া এক-তৃতীয়াংশ করা, অনলাইনে ক্লাস এর ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের যাতে ইন্টারনেট বিনামূল্যে সরকার দেয়- সেই দাবিতে সোমবার জলপাইগুড়ি কদমতলা মোড়ে বিক্ষোভ প্রদর্শন করল অল ইন্ডিয়া ডিএসও। এ বিষয়ে এআইডিএসওর জেলা সভাপতি ধনঞ্জয় রায় বলেন, পরিবহনে অতিরিক্ত ভাড়া ছাত্র-ছাত্রীদের দিতে হচ্ছে। তাই এক্ষেত্রে সরকার ছাত্র-ছাত্রীদের যাতে এক-তৃতীয়াংশ ভাড়ার ব্যবস্থা করে, মোবাইলে যেহেতু ছাত্র-ছাত্রীদের অনলাইন ক্লাস করতে হয়, তাই সে ক্ষেত্রে ডেটা যাতে ফ্রীতে দেওয়া হয়, তার ব্যবস্থা যেন সরকার করে তারই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পাশাপাশি এই এসব দাবিতে শহরে একটি বিক্ষোভ মিছিল করা হয় এআইডিএসওর পক্ষ থেকে।