মালদা: মালদা জেলার দূই লোকসভা আসনের প্রার্থীদের সমর্থনে আজ থেকে প্রচার শুরু করল জন সংঘ পার্টি। দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী অসীম মন্ডলের সমর্থনে সংগঠনের পক্ষ থেকে বুধবার মালদা শহরের চিত্তরঞ্জন মার্কেট, নেতাজি মার্কেট সহ একাধিক এলাকায় প্রচার চালানো হয়। ঢাক ঢোল এবং বাদ্যযন্ত্র সহকারে এই প্রচার চালানো হয়। সংগঠনের উত্তরবঙ্গের পর্যটক উত্তম নন্দী জানান, আজ থেকে দুই প্রার্থীর সমর্থনে তাদের প্রচার শুরু হল। তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস চাইছেনা হিন্দুত্ববাদী কোন দল ভোটের ময়দানে লরুক।
Malda: The Jan Sangh Party has started campaigning in support of candidates for the second Lok Sabha seat in Malda district from today. In support of South Malda centre candidate Asim Mandal, the organization campaigned in several areas including Chittaranjan Market, and Netaji Market in Malda City on Wednesday. This campaign is conducted with Dhak Dhol and musical instruments. Uttam Nandi, a tourist from North Bengal of the organization, said that their campaign started from today in support of the two candidates. Trinamool, BJP and Congress do not want any Hindutva party to enter the polls.