বলরাম হালদারঃ কোভিডের আবহেও বলরামপুর ব্লকে আয়োজিত হল জঙ্গল মহল উৎসব। জেলার নয়টি আদিবাসী অধ্যুষিত ব্লকে প্রতি বছরেই অনুষ্ঠিত হয়ে থাকে জঙ্গল মহল উৎসব। যদিও ২০২১ সালের অনুষ্ঠানটি ২২ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। এদিন আয়োজিত এই উৎসবে পাতা নাচ, দাসাই নাচ সহ ছৌ নাচের আসরে সামিল হন আদিবাসী মানুষজন। বিরোধীদের অভিযোগ যখন কোভিডের সংক্রমণ বাড়ছে তখন রাজ্য সরকার খেলা আর মেলা নিয়ে মত্ত। এবিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম জানিয়েছেন, এখানে কোভিড বিধি মেনেই উৎসব পালিত হয়েছে। প্রত্যেকের মুখে ছিল মাস্ক । এবং যতটা সম্ভব দুরত্ব বজায় রেখে সকলে সামিল হয়েছিলেন। তিনি এও জানান যতদিন দিদি থাকবেন ততদিন এই উৎসব পালিত হবে। এবছর জেলার নটি ব্লকের জঙ্গল মহল উৎসবটি বলরামপুরে অনুষ্ঠিত হতে চলেছে বলে প্রশাসনিক সুত্রে জানা গিয়েছে।