জুনিয়র ডক্টরস ফোরামকে অ্যাকাউন্টে জমাপড়া টাকার বিষয়ে শ্বেতপত্র প্রকাশের আবেদন জানিয়ে বেনজির বার্তা ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের


কলকাতাঃ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামকে তাদের অ্যাকাউন্টে এক দিনে একশ সাতাত্তর কোটি টাকা জমা হওয়ার বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বেনজির বার্তা দিল ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ । মঞ্চের পক্ষ থেকে কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামী মেল করে জুনিয়র ডাক্তারদের বলেন বিলম্বিত বোধোদয় হলেও শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা ধর্মঘট না করার যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়ে তাদের ধন্যবাদ এবং কুর্নিশ । স্বাস্থ্য ব্যবস্থায় হরতাল করার বিপজ্জনক সিদ্ধান্ত নিলে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হতো এবং চিকিৎসার অভাবে অনেক মানুষের মৃত্যু ঘটতে পারতো । ফলে ডাক্তাররা মানুষের চোখে রাজনৈতিক সুযোগসন্ধানী গণশত্রুতে পরিণত হতেন । আমরা ইতিমধ্যেই দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দিদি ডাক্তার তিলোত্তমাকে হারিয়ে ফেলেছি । তাঁর মা বাবা সারা জীবন চোখের জল ফেললেও ওনাদের মেয়ে ডাক্তার তিলোত্তমার আর কোন দিন ঘরে ফেরা হবেনা । কিন্তু এই বিষয়ে আন্দোলন করতে গিয়ে হরতাল ডাকার ফলে আবার যদি কোন মায়ের কোল খালি হয় তাহলে সেটাও এক কথায় খুনের নামান্তর । নির্ভয়া পক্ষ এবং ধর্ষক পক্ষ বলে মানুষকে দুই ভাগে ভাগ করে দেওয়াটা কখনোই সমীচীন নয় কারণ আর.জি.কর. ঘটনার পরও একটি বৃহত্তর অংশের গরীব বুভুক্ষু মেহনতি মানুষ আছেন যারা অপরাধীদের পক্ষেও নয় আবার এই আন্দোলনের সাথে প্রত্যক্ষ ভাবে তাদের কোন সংযোগ নেই । “দিন আনা দিন খাওয়া” এই মানুষগুলোর বেশি টাকা দিয়ে নার্সিং হোমে গিয়ে পরিষেবা নেওয়ার ক্ষমতা নেই বলেই চিকিৎসার ক্ষেত্রে তারা সম্পূর্ন ভাবে সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল । ডক্টর চন্দ্রচূড় গোস্বামী আরো বলেন এটা সত্যি দুর্ভাগ্যজনক যখন অভয়ার বিচারের দাবিতে জুনিয়র ডক্টরস ফোরামের কর্মবিরতি চলছে তখনও ওই জুনিয়র ডাক্তারদের মধ্যে প্রায় চারশো পঁচাত্তর জন ডাক্তার এই কয়দিনে প্রাইভেট প্র্যাকটিস করে প্রায় পঞ্চান্ন কোটি টাকা উপার্জন করেছেন । তারাতো সমাজসেবা করতে গিয়ে গরীবদুখীদের ফ্রীতে চিকিৎসা করার মত উদারতা দেখাতে পারেননি । ফলে প্রমাণিত হচ্ছে এই অরাজকতার সুযোগে ওই ডাক্তারদেরই একটি অংশ সুযোগসন্ধানী হয়ে প্রাইভেট প্র্যাকটিসের মাধ্যমে অর্থ উপার্জন করতে তৎপর । এই ঘটনা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে এই আন্দোলন কখনোই সর্বাত্মক ছিলনা । একদিকে ডাক্তাররা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কর্মবিরতি করেছেন অথচ সেই সময়ও সরকারের কাছ থেকে হাত পেতে বেতন বা স্ট্রাইপেন নিয়েছেন এটাও অত্যন্ত দৃষ্টিকটু । কোন একজন ডাক্তারও কেন আন্দোলন চলাকালীন স্ট্রাইপেন না নেওয়ার মত দৃঢ়তা দেখাতে পারলেন না সেটা বিস্ময়ের । শুধু জুনিয়ররা নন সিনিয়র ডাক্তারদেরও একটি অংশ মিডিয়ার সামনে গণরেজিগনেশন দেওয়ার মত কর্মসূচী করলেন । কিন্তু তারপর সরকার পক্ষ যখন সঠিক পদ্ধতিতে ব্যক্তিগত ভাবে রেজিগনেশন দেওয়ার ব্যাপারে বললো তখন সেই চ্যালেঞ্জ গ্রহণ করে একজন ডাক্তারও এগিয়ে এসে চাকরি থেকে ইস্তফা দেওয়ার মত মেরুদণ্ডের দৃঢ়তা দেখাতে পারেননি । অর্থাৎ এটাও ছিল প্রচারের আলোয় আসার কৌশল মাত্র । সবথেকে বড় কথা একটি বৃহত্তর অংশের ডাক্তার কিন্তু এই গণডেপুটেশন দেওয়া থেকে বিরত থেকেছেন । ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ যখন আগামী দিনে আইনি পথে এবং জনতার আদালতে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গণ অর্থসংগ্রহ অভিযান করার কথা ভাবছে তখন জুনিয়র ডাক্তারদের সাংগঠনিক অ্যাকাউন্টে এক দিনে একশ সাতাত্তর কোটি টাকা জমা হওয়ার মত ঘটনা বেনজির । রাজনৈতিক মুখোশধারী একটি গোষ্ঠী টাকা দিয়ে ডাক্তারদের মেধা ও অস্তিত্বকে কিনে নিতে চায় এবং তারাই ডাক্তারদের দিয়ে বলায় কাদের আন্দোলনে সামিল করা হবে এবং কাদের সামিল করা হবেনা । এই ঘটনাই প্রমাণ করে মেধাবী জুনিয়র ডাক্তারদের শিখণ্ডী হিসেবে ব্যবহার করে অথবা মেঘনাদের মত মেঘের আড়ালে থেকে আসলে ক্ষমতা দখলের নেশায় বুঁদ হয়ে রয়েছে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী । গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে না জিততে পারা ওই গোষ্ঠী আসলে আন্দোলনের নামে অরাজকতা জিইয়ে রেখে ক্ষমতা ভোগ করতে চায় । সততার সাথে লেখাপড়া করে ঠিক কতটা অধ্যাবসায় এবং মেধা থাকলে কোনো বিষয়ে ডক্টরেট বা চিকিৎসা ক্ষেত্রে বড় ডাক্তার হওয়া যায় সেই কথা মনে করিয়ে দিয়ে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন শিক্ষিত তরুণ প্রজন্মের প্রতিনিধিদের দেশ ও জনগণের জন্য কাজ করার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত । কোন মূল্যেই আরবান নকশাল বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ট্র্যাপে পা দেওয়া উচিত নয় কারণ দিনের শেষে সবার উচিৎ একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং একটি অপরাধহীন সমাজ ব্যবস্থা গঠনের কাজে ব্রতী হওয়া ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights