ইন্দ্রজিৎ আইচঃ হোয়াইটসন ফিল্মস-এর ব্যানারে নির্মিত সুদেব ঘোষ পরিচালিত ছবি তুমি আমি-র শেষ পর্বের শুটিং শেষ হলো আজ কল্যাণী সেন্ট্রাল পার্কের আমন্ত্রণ গেস্ট হাউসে। আমরা গিয়েছিলাম আজ কলকাতা থেকে কল্যাণীতে এই ছবির আউট ডোর শুটিং কভার করতে। সেখানে এক সাংবাদিক সম্মেলনে ছবির প্রযোজক ও পরিচালক সুদেব ঘোষ জানালেন এই ছবির কাহিনী ও চিত্রনাট্য তার লেখা। গল্পটা হলো এক বোবা পেপার বিক্রেতা ভোলা ও একটি বাড়ির বোবা কাজের মেয়ে লক্ষ্মীকে নিয়ে। এই গল্পে যেমন প্রেম ভালোবাসা আছে তেমন আছে মানবতা।
এই ছবিতে অভিনয় করেছেন বরুণ চক্রবর্তী, অনামিকা সাহা, স্বান্তনা বসু, কল্যাণ চ্যাটার্জী, অভিরাজ, বোধিসত্ত্ব মুখোপাধ্যায়, নবাগত বনি ও নবাগতা সুপ্রিয়া। আছেন আরো অন্যান্য শিল্পীরা। চারটে গান আছে, এর মধ্যে তিনটি রোমান্টিক ও একটি দুঃখের গান। সংগীত পরিচালনা সৌম্য বসু। চিত্রগ্রহণ পার্থ রক্ষিত।
শিল্প নির্দেশনা প্রীতম শর্মা। সম্পাদনা সৌমক রক্ষিত। এই দু ঘন্টার ছবিটি এক বছর ধরে তৈরি করেছেন পরিচালক সুদেব ঘোষ। এটা তার চতুর্থ ছবি। এর আগে তিনি উল্কি, প্রিয়া ও একলা আমি বানিয়েছিলেন। এই নতুন ছবি ” তুমি আমি ” এক কথায় এক পারিবারিক ছবি।