রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার কান্দী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়দেব ঘটক (টন)এর বিরুদ্ধে কান্দী পৌরসভার কলাবাগান মনসা মন্দিরের সামনেশুক্রবার বিকেলে বিশিষ্ঠ সমাজসেবী মধু দত্তের শতাধিক কর্মী সমর্থদের বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি কান্দী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের আপদে বিপদে সবসময় মধু দুত্ত থাকেন কিন্তু তাকে প্রার্থী না করে জয়দেব ঘটককে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছেন তৃণমূল নেতৃত্ব, মধু দত্তকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী না করায় এই বিক্ষোভ। শনিবার বিকেলে এই বিক্ষোভে মধু দত্তের শতাধিক কর্মী সমর্থকেরা ভোট বয়কটের ডাক দেন যদি প্রার্থী তালিকা সংশোধন না করা হয় তাহলে। বিক্ষোভের পাশাপাশি কান্দী শহর জুড়ে মধু দত্তের কর্মী সমর্থেকেরা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। কান্দী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা থেকে নাম প্রত্যাহার করে মধু দত্তকে প্রার্থী করার জোরালো ডাক দেন বিক্ষোভকারি কর্মী সমর্থকেরা।