বিশ্বজিৎ নাথঃ বৃহস্পতিবার সকালে মিলের গেটে সাময়িক বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল কর্তৃপক্ষ। এদিন সকাল ছয়টায় কাজে যোগ দিতে এসে আচমকা বন্ধের নোটিশ দেখে ক্ষোভে শ্রমিকরা কাঁকিনাড়ায় সকাল ৭-৩০ মিনিট থেকে ৮-৩০ মিনিট পর্যন্ত রেল অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবিলম্বে মিল খোলার তারা দাবি জানান। ভাটপাড়া থানার পুলিশ ও জি আর পি মৃদু লাঠিচার্জ করে অবরোধ কারীদের হটিয়ে দেয়। মিল বন্ধে বেকার হলেন স্থায়ী-অস্থায়ী মিলিয়ে চার হাজার শ্রমিক। মিল কর্তৃপক্ষ বন্ধের নোটিশে উল্লেখ করেছে, কাঁচা পাটের দাম অত্যাধিক বেড়ে যাওয়ায় তাদের প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে।