কাকুরগাছি দেশপ্রেম ওয়েলফেয়ার সোসাইটির নেতাজির জন্মদিবস পালন


ইন্দ্রজিৎ আইচঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবসে কাঁকুড়গাছি দেশপ্রেম ওয়েলফেয়ার সোসাইটি কুলপির ট্যাংরাচকে শিশুদের হাতে তুলে দিল লেখাপড়ার সামগ্রী। সেইসঙ্গে বয়স্কদের কম্বল, দুঃস্থদের খাবার ও মহিলাদের স্যানিটারি ন্যাপকিনও বিতরণ করা হয়। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পতাকা উত্তোলন করেন দেশপ্রেমের সভাপতি শিবাঞ্জন পাল। সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, নেতাজির আদর্শে আগামী প্রজন্মকে প্রাণিত করতে হবে। তাঁর সেবাধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষের অঙ্গীকার হওয়া উচিত। উপস্থিত ছিলেন রাজঋত শেঠ, অঞ্জনা পাল, গোবিন্দ মল্লিক, দশরথ রবিদাস ,সুকন্যা ঘোষ, শুভম ঘোষ,প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights