মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুর জেলায় সোমবার করণদিঘী ব্লকের করণদিঘী হাইস্কুল মাঠে সভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়া লাল আগারওয়াল, ছিলেন করণদীঘির বিধায়ক গৌতম পাল সহ অন্যান্যরা। উত্তর দিনাজপুরের দলীয় কর্মসূচিতে এসে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন তৃণমূলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। বাংলার ‘বঞ্চনার’ বিরুদ্ধে আগামী দিনে দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন। দিল্লির কৃষি ভবনের সামনে দরকারে অনির্দষ্টকালের জন্য ধর্নায় বসবেন। অভিষেক বলেন, “১০০ দিনের কাজে অনিয়মের অভিযোগ এলে প্রয়োজনে সিবিআই তদন্ত করুন, আদালতে যান, কিন্তু রাজ্যের প্রাপ্য মিটিয়ে দিন।’’
Mohammad Zakaria: North Dinajpur
Trinamool Congress All India General Secretary Abhishek Banerjee held a meeting at Karanadighi High School ground of Karanadighi Block in North Dinajpur district on Monday. The event was attended by state minister Golam Rabbani, North Dinajpur district president Kanaya Lal Aggarwal, Karandighi MLA Gautam Pal and others. Trinamool general secretary MP Abhishek Bandopadhyay came to the party program in North Dinajpur and came against the BJP government at the centre. He said that the BJP government at the center has withheld funds for several projects in the state. He will go to Delhi and protest against the ‘deprivation’ of Bengal in the coming days. Sit dharna for an indefinite period in front of Delhi’s Krishi Bhawan. Abhishek said, “If there are allegations of irregularities in the work of 100 days, if necessary, investigate the CBI, go to court, but settle the dues of the state.”