করণদিঘিতে কেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাস মুন্সি?


করণদিঘী, মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘিতে দলীয় কর্মসূচিতে এসে উড়িষ্যার বালেশ্বরের রেল দুর্ঘটনায় নিখোঁজ আনজুরুল হকের পরিবারের সাথে দেখা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাস মুন্সি।সোমবার উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের দোমোহনা পঞ্চায়েতের পূর্ব ফতেপুর এবং বাজারগাঁও ১ নম্বর পঞ্চায়েতের প্রসাদপুর গ্রামে জনসভা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাস মন্ত্রী। তিনি বক্তব্য রেখে বলেন পঞ্চায়েত বাচাতে আপনারা জোটকে ভোট দিবেন, তৃণমূলে সব জায়গায় চুরি করছে, পঞ্চায়েতে চুরি, তোলাবাজি করছে। এদিন জনসভায় প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

Karan Dighi, Mohammad Zakaria: Former Union Minister Deepa Das Munshi met the family of Anjurul Haque, who went missing in a train accident in Baleswar, Orissa, while attending a party program in Karandighi. On Monday, former Union Minister Deepa Das held a public meeting in East Fatepur of Domohana Panchayat and Prasadpur of Bazargaon No. 1 Panchayat of North Dinajpur… In his speech, he said that you will vote for the alliance to save the panchayat, Trinamool is stealing everywhere, stealing in the panchayat, stealing. A lot of people can be seen in the public meeting on this day.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights