মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ সোমবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের কান্তিরপা এন কে সিনিয়র মাদ্রাসার নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা করা হয় সোমবার। জানা গেছে আগামী ৩১শে ডিসেম্বর করণদিঘী ব্লকের কান্তিরপা পা এন কে সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন রয়েছে, সে উপলক্ষে এদিন তৃণমূল কংগ্রেসের ৬ জন প্রার্থী নমিনেশন জমা করেন। উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, কান্তিরপা এন কে সিনিয়র মাদ্রাসার নির্বাচন কমিটির কনভেনার আব্দুর রহিম, করণদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা, করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষচন্দ্র সিনহা, সহ সভাপতি শ্যামলাল মাহাতো সহ আরও অনেকেই। এ প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন, মাদ্রাসা স্কুলে নমিনেশন সাবমিশনের কাজ শেষ। এই মাদ্রাসা স্কুলটি পিছিয়ে পড়া, এখানে প্রায় ৪৬০০ ছাত্রছাত্রী রয়েছে। মাননীয়ার উদ্যোগে এখানে পুনরায় শিক্ষক দেওয়া হবে। এবং আরও যা সমস্যা রয়েছে সব জেলা পরিষদ থেকে মেটানোর ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, আমাদের প্রচারে যাওয়ার দরকার নেই মাননীয়ার প্রকল্পের সুবিধা পাচ্ছে উত্তর দিনাজপুরবাসী। কৃষকবন্ধু থেকে সবুজসাথীতে উপকৃত হয়েছে মানুষ। মাদ্রাসার নির্বাচন কমিটির কনভেনার আব্দুর রহিম বলেন, সরকার কান্তিরপা সিনিয়র মাদ্রাসার জন্য শিক্ষক নিয়োগ করলেও বামকংগ্রেস জোট এখানে শিক্ষকদের আসতে দেয়নি। তৃণমূল সরকার এই ক্ষতি পূরণ করবে। মিডডেমিল থেকে সব উন্নয়নমূলক কাজের অনুমোদন করা হয়েছে, বাস্তবায়নের অপেক্ষা। আমরা আশাবাদী সবুজ ঝড় উঠবে।
Mohammad Zakaria: Karandighi: Nomination papers were submitted by the Trinamool Congress on Monday for the election of Kantirpa NK Senior Madrasah in Domohana Panchayat of Karandighi block of North Dinajpur district. It is known that on December 31, there will be an election for the management committee of Kantirpa Pa NK Senior Madrasa in Karandighi block, on that day 6 candidates of Trinamool Congress submitted their nominations. Uttar Dinajpur District Zilla Parishad Chairperson Pompa Pal, Kantirpa NK Senior Madrasa Election Committee Convener Abdur Rahim, Karandighi Panchayat Samiti President Neha, Karandighi Block Trinamool Congress Block President Subhash Chandra Sinha, Vice President Shyamlal Mahato and many others. In this context, North Dinajpur Zila Parishad Chairman Pompa Pal said, the nomination submission work for madrasa schools has been completed. This madrasa school is backward, it has about 4600 students. Teachers will be given here again at the initiative of Hon. And all other problems will be solved from the Zilla Parishad. He also said that there is no need for us to campaign, the people of North Dinajpur are benefiting from the project of Hon. People have benefited from the farmer’s friend in Sabujsathi. Madrasa selection committee convener Abdur Rahim said the government appointed teachers for Kantirpa Senior Madrasa, but the Left Congress alliance did not allow the teachers to come here. The Trinamool government will cover this loss. All developmental works approved from Middemille, awaiting implementation. We are hopeful of a green storm.