নদীয়ার করিমপুরঃ আজ নদীয়ার করিমপুরে সমবায় সমিতির পক্ষ থেকে উদযাপিত হলো সমবায় সপ্তাহ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া ডিস্ট্রীক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান শিবনাথ চৌধুরী মহাশয়, ভাইস চেয়ারম্যান গণপতি মন্ডল মহাশয়, বিধায়ক করিমপুর ৭৭ নম্বর বিধানসভা বিমলেন্দু সিংহ রায় মহাশয় এবং করিমপুর ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু মল্লিক সহ আরো অনেকে। মহিলাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয় এ অনুষ্ঠানে এবং তাদের গ্রুপের উন্নতির বিষয় গুলো দেখা হয়। এছাড়া সমবায় সমিতির ব্যাংকের উন্নতির কথা বিশেষভাবে আলোচিত হয়। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের প্রাক্তন ম্যানেজার বকশী বাবু।
Karimpur of Nadia: The Cooperative Week was celebrated on behalf of the Co-operative Society at Karimpur in Nadia today. Chairman of Nadia District Central Co-operative Bank Shibnath Chowdhury, Vice Chairman Ganapati Mondal, MLA Karimpur No. 77 Vimalendu Singha Roy, President of Karimpur No. 2 Block Panchayat Samiti Raju Mallick and others were present on the occasion. Various programs of women were discussed in the program and the issues of improvement of their group were discussed. In addition, the improvement of the bank of the cooperative society was discussed in particular. Bakshi Babu, former manager of Central Co-operative Bank, was also present among the dignitaries.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.