Karimpur: আজ নদীয়া জেলার করিমপুর রেগুলেটেড মার্কেট চত্বরে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২২। তারিখ 9 সেপ্টেম্বর ২০২৩। জেলা প্রতিযোগিতার এই খেলায় দায়িত্বে ছিলেন করিমপুর চক্র। গ্রাম পঞ্চায়েত, চক্র, মহকুমা, জেলা স্তরের অবৈতনিক প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র ছাত্রছাত্রীরা এই খেলায় অংশগ্রহণ করে ( বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ) । আজ এখানে উপস্থিত ছিলেন বিডিও, এসডিও, আই সি করিমপুর পিন্টু সরকার, সি আই করিমপুর সার্কেল মোহাম্মদ ওমর ফারুক, কিছু সমাজসেবী তরুণ সাহা, অরুণ বিশ্বাস, আশীষ চট্টোপাধ্যায় এবং স্কুলের অবর পরিদর্শক সোম দেব মজুমদার ও ডি আই অফ স্কুল এবং সেক্রেটারি সুকুমার পসারী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কোন কোন অঞ্চলের স্কুল ছাত্রদের পোশাক দেওয়া হয়নি এমন অভিযোগ এর ভিত্তিতে অভিভাবকদের পক্ষ থেকে একটি গোলমালের সৃষ্টি হয় খেলা প্রাঙ্গণে।
Karimpur: The annual sports competition 2022 was held at Karimpur Regulated Market premises in Nadia district today. Date 9 September 2023. Karimpur Chakra was in charge of this game of the district competition. Students from gram panchayats, chakras, subdivisions, district level unpaid primary, lower basic school madrasas and children’s education centres participate in the game (including children with special needs). BDO, SDO, IC Karimpur Pintu Sarkar, CI Karimpur Circle Mohammad Omar Faruk, some social workers Tarun Saha, Arun Biswas, Ashish Chatterjee and school’s invigilator Som Deb Majumder and DI of School and Secretary Sukumar Pasari and other dignitaries were present here today. On the basis of complaints that school students in some areas were not given clothes, a ruckus was created on the part of the parents in the playground.