করিমপুরঃ আজ নদীয়া জেলার করিমপুরে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ সহ করিমপুর ১ নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আশীষ চট্টোপাধ্যায় সহ কুমারেশ বিশ্বাস, সুবল ঘোষ,অতনু ঘোষ, পার্থ মুখোপাধ্যায়, অনন্ত বিশ্বাস সহ করিমপুর ৭৭ নম্বর বিধানসভা বিধায়ক বিমলেন্দু সিংহ রায় মহাশয়। করিমপুর এক নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠান আয়োজিত হয় এবং অনুষ্ঠানটিও হয় করিমপুর লালন মঞ্চে।
Karimpur: The bijoya conference was held at Karimpur in Nadia district today. Actress Sayani Ghosh, Karimpur No. 1 Trinamool Congress Block President Ashish Chatterjee, Kumaresh Biswas, Subal Ghosh, Atanu Ghosh, Partha Mukherjee, Ananta Biswas and Karimpur No. 77 Assembly MLA Bimalendu Singha Roy were present on the occasion. Karimpur No. 1 Trinamool Congress organised the event and the event was also held at Karimpur Lalon Mancha.