বিশ্বজিৎ রায়, করিমপুরঃ নদীয়ার করিমপুরে ১৯ শে ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর ভাগবৎ সপ্তাহ উপলক্ষে চলছে ভাগবৎ পাঠের অনুষ্ঠান। ভাগবৎ পাঠে নবদ্বীপের পন্ডিত শ্রী রাধানাথ ঘোষাল ও রাধাকুন্ত বৃন্দাবনের শ্রী পরীক্ষিত দাস বাবাজী মহারাজ।