Klikk Originals এর পরবর্তী ওয়েব সিরিজ মুক্তি পাবে আগামী ২২ এ জানুয়ারী শনিবার


ইন্দ্রজিৎ আইচঃ আগামী ২২ শে জানুয়ারী ২০২২ শনিবার ক্লিক অরিজিনালস এ আসছে তাদের নতুন ওয়েব সিরিজ
” সার্চ “। এটাও রহস্যময় একটা ওয়েব সিরিজ। গল্প ও চিত্রনাট্য – মধুমিতা সরকার, পরিচালক – সন্দীপ সরকার ।এই কাহিনী আবর্তিত হয়েছে যমজ বোন জিনা ও মান্তাকে কেন্দ্র করে। কুখ্যাত গ্যাংস্টার জ্যাকি ভাইয়ের কাছ থেকে নেশাদ্রব্য চুরি করার পর মান্তা একটি ড্রাগচক্রের সাথে জড়িয়ে পড়ে। অবশেষে এই চক্রের চোখে ধুলো দিয়ে মান্তা কালিম্পংয়ে তাঁর বোন জিনার শ্বশুর বাড়িতে আশ্রয় নিতে যায়। অন্যদিকে ওই ভয়ঙ্কর ‘মামলা’র তদন্ত বিভিন্ন ঘটনার ও একটি অবর্ণনীয় মোড়ের মধ্য দিয়ে পরিসমাপ্তি পায়। গল্পটির সেই গভীরতা আবিষ্কার করতে Klikk এ “SEARCH” দেখুন।
গত ১৪ ই জানুয়ারী শুক্রবার এই ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেলো। এই ছবিতে যারা যে সব চরিত্রে অভিনয় করেছেন তারা হলেন-মধুমিতা সরকার – মান্তা এবং জিনা’র; দ্বৈত চরিত্র ভূমিকায়.
ভাস্বর চ্যাটার্জী – ঋষি
রাজেশ শর্মা – জ্যাকিভাই (মাফিয়া)
জয় সেনগুপ্ত – নারকোটিক হেড সৌমদ্বীপ ঘোষ
কৌশিক সেন – নারকোটিক হেড অরিন্দম রায়
সব্যসাচী চক্রবর্তী – এম.পি অশোক বর্মন
মিঠু চক্রবর্তী – এম.পি -র স্ত্রী রমা বর্মন
জয়দীপ মুখার্জী – রথীনবাবু
বিশ্বজিৎ চক্রবর্তী – ফরেনসিক ডাক্তার।
এই ছবিতে যারা টেকনিশিয়ান আছেন তারা হলেন
মুখ্য চিত্রগ্রাহক: সুদীপ্ত দে
সম্পাদক: জয়ন্ত লাহা ও কৌস্তভ সরকার
আবহ সঙ্গীত: বিনিত রঞ্জন মৈত্র
সাজসজ্জা: শঙ্কর ও বুলা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights