Biswajit Roy Karimpur: গতকাল নদিয়ার করিমপুর থানায় পুনরায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এই নিয়ে একাধিকবার করিমপুর থানা এই মহতি অনুষ্ঠান করে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পিন্টু সরকার মহাশয় সহ ইন্সপেক্টর বাপি ধর সহ করিমপুর থানার সমস্ত পুলিশকর্মী।
পাশাপাশি ঐদিনই ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যেগে করিমপুর রুরাল হসপিটালে ডেপুটেশন দেওয়া হলো। তাদের তরপ থেকে দাবি করা হয় করিমপুর হসপিটালে ব্লাড ব্যাংক OT এবং উন্নত চিকিত্সা পরিষেবা। যতক্ষন না এই দাবি মানা হবে ততক্ষণ তাদের আন্দলন চলবে। এই সোসাইটির সদস্যগন, নবীন দেবনাথ। হিমাদ্রী মুখোপাধ্যায়। একরামুল সেখ । কৌশিক অধিকারী । কোশিক মণ্ডল, দোলোন হালদার প্রমুখ।