করিমপুর আইটিআই কলেজ থেকে পরিষেবার জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে বাস ছাড়া হল


করিমপুরঃ  আজ নদীয়া জেলার করিমপুর আইটিআই কলেজ থেকে পুনরায় মানুষের পরিষেবার জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে বাস ছাড়া হল। স্বাধীন ট্রাস্টের কর্ণধার মাননীয় মলয়পীঠ মহাশয়ের উদ্যোগে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে।
শান্তিনিকেতন স্বাস্থ্য পর্যটন – এর যাত্রা শুরু হয়েছিল গত ১০ নভেম্বরে করিমপুর-১ গভ: আইটিআই কলেজ থেকে। এই বাসটি পুনরায়, আজ ২০ ডিসেম্বরে করিমপুর-১ গভমেন্ট আই টি আই থেকে রহনা হয়ে তেহট্ট গভমেন্ট আই.টি.আই , কালিগঞ্জ গভমেন্ট আই টি আই , নাকাশিপাড়া গভমেন্ট আই টি আই , পূর্বস্থলী ওয়ান গভমেন্ট আই টি আই এবং পূর্বস্থলী টু গভমেন্ট আই টি আই হয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে যাবে ওখানে রোগীদের স্বাস্থ্যপরিসেবা দেওয়া হবে তারপর একটি ছোট্ট ট্যুরের আয়োজন করা হয়েছে এবারে মলয় স্যারের উদ্যোগে সমাজ বন্ধু অর্থাৎ আইটিআই কলেজের ছাত্রদেরকে নিয়ে উন্নত মানে পরিষেবা দেয়া হচ্ছে সেই ব্যাপারে আজ একটা ছোট্ট সেমিনার আয়োজন করা হয়েছে আয়োজন করা হয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই স্বাস্থ্যপর্যটন কর্মসূচিটিটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ উপকৃত হবেন। শান্তিনিকেতন স্বাস্থ্য পর্যটন কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের সুলভে সব পরিষেবা দেওয়া হয়েছে।

korimpore: Today, a bus left Karimpur ITI College in Nadia district for Santiniketan Medical College Hospital to serve the people again. From Santiniketan Medical College and Hospital at the initiative of Hon’ble Malaypeeth Mahasaya, the owner of the Independent Trust.
Santiniketan Health Tourism started its journey on November 10 from Karimpur-1 Gov: ITI College. This bus will go to Santiniketan Medical College and Hospital via Karimpur-1 Government ITI via Rahna on December 20, 2019, Tehatta Government ITI, Kaliganj Government ITI, Nakashipara Government ITI, Purbasthali One Government ITI and Purbasthali Two Government ITI. A small seminar has been organized in this regard today at Santiniketan Medical College and Hospital. This health tourism program will benefit the people of the whole of West Bengal. The Santiniketan Health Tourism Programme provides affordable services to patients from different parts of the state.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights