করিমপুরঃ নদীয়া জেলার থানারপাড়া থানার অন্তর্গত শিশা গ্রামে, অবস্থিত পরমানন্দ মিশন। এই মিশন থেকে অল্প কিছু খরচে চক্ষু অপারেশন করা হয়। এমন কথা আমাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মিশনের সম্পাদক নির্নিমেশানন্দ মহাশয়। এরকম একটি উল্লেখযোগ্য আশ্রমের যোগাযোগ ব্যবস্থা ভালো নয় অর্থাৎ আশ্রমে যাওয়ার রাস্তা অনুন্নত। এমন মত পোষণ করেন মিশনের সম্পাদকসহ সিসা গ্রামবাসীগণ। চক্ষু অপারেশনের পর রোগীদের যাতায়াতের ভীষণ অসুবিধা হয় এ রাস্তায়। টোটো অথবা ভ্যান ঠিকমত এ রাস্তায় চলতে অনিচ্ছুক। এর ফলে রোগীরা অসুবিধায় পড়েন বা যাতায়াতে তাদের চোখের ক্ষতির সম্ভাবনা থাকে রাস্তার ঝাঁকুনিতে। দীর্ঘদিন ধরেই এ রাস্তাটির হাল বেহাল অবস্থায় রয়েছে। ধোড়াদহ সাহেব পাড়া থেকে আশ্রম এবং করিমপুর অভয়পুর থেকে আশ্রম পৌঁছানো পর্যন্ত রাস্তা অনুন্নত। অবিলম্বে এই রাস্তাটি মেরামতের জন্য মানুষের প্রত্যাশা রয়েছে।
Karimpur: Parmananda Mission is located in Shisha village under Thanapara thana of Nadia district. Eye operations are carried out at a small cost from this mission. The mission’s editor, Nirnimeshanand, told our media. The communication system of such a significant ashram is not good, that is, the road to the ashram is underdeveloped. Sisa villagers, including the mission’s secretary, expressed such views. After the eye operation, it is very difficult for patients to travel on this road. Toto or van are reluctant to move properly on this road. As a result, patients are in trouble or there is a possibility of damage to their eyes while traveling. This road has been in a bad condition for a long time. The road from Dhoradah Sahib Para to The Ashram and karimpur abhaypur to reach the ashram is undeveloped. People are expecting to repair this road immediately.