করিমপুরঃ আজ নদীয়া জেলার করিমপুরে শুরু হল লিটিল ম্যাগাজিন মেলা। পাঁচ দিন ব্যাপী চলবে এই মেলা এমন কথা আমাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কমিটির সম্পাদক দেবজ্যোতি কর্মকার। অনুষ্ঠানের উদ্বোধন করেন করিমপুর ৭৭ নম্বর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ রায় আইসি পিন্টু সরকার করিমপুর পি এস এবং ওমর ফারুক আব্দুল্লাহ সিআই সাহেব করিমপুর সার্কেল। বিভিন্ন গুণীজনকে পুরস্কৃত করা হয় এ অনুষ্ঠানে এবং সঙ্গীত ও সাহিত্য চর্চার মধ্য দিয়ে এগিয়ে চলে এ অনুষ্ঠানটি।
Karimpur: The Little Magazine Fair began at Karimpur in Nadia district today. Debajyoti Karmakar, secretary of the committee, told our media that the fair will run for five days. The programme was inaugurated by Bimalendu Singha Roy, MLA of Karimpur-77 constituency, ic Pintu Sarkar Karimpur PS and Omar Faruk Abdullah CI Sahib Karimpur Circle. Various dignitaries were awarded at the event and the event progressed through the practice of music and literature.