তৃণমূল কংগ্রেসের ২৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করিমপুরে


করিমপুরঃ সম্প্রতি নদীয়ার করিমপুরে এক নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের ২৬ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় করিমপুরের বিভিন্ন জায়গায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুর সাতাত্তর নম্বর বিধানসভার বিধায়ক জীবন ইন্দ্র সিংহ রায় এবং করিমপুর এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ চট্টোপাধ্যায় সহ অরুণ বিশ্বাস ও কুমারেশ বিশ্বাস এবং অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া মুরুটিয়া থানার অন্তর্গত আঙ্গারদহ গ্রামে ২৩৭ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। আজকের এই দিনে দুষ্ট মানুষের কম্বল বিতরণ করা হয় ২৩৭ নম্বর বুথে এবং নৃত্য ও আবৃত্তির মাধ্যমে মাধ্যমে অনুষ্ঠানটি সমৃদ্ধ হয়।

Karimpur: The 26th foundation day of Trinamool Congress was celebrated at karimpur in Nadia recently. The function was attended by Jibon Indra Singha Roy, MLA from Karimpur 77th Assembly constituency and Ashish Chatterjee, president of Trinamool Congress of Karimpur No. 1 block, Arun Biswas and Kumaresh Biswas and other leaders. Besides, the foundation day was celebrated by the Trinamool Congress at booth number 237 in Angardah village under Murutia police station. On this day, blankets of evil people are distributed at booth number 237 and the event is enriched through dance and recitation.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights