করিমপুরঃ সম্প্রতি নদীয়ার করিমপুরে বিধায়ক অফিসে পালিত হলো দিদির সুরক্ষা কবচ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুর ৭৭ নম্বর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ রায় মহাশয় এবং করিমপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশীষ কুমার চট্টোপাধ্যায়সহ করিমপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রেজাউল হকসানা। এছাড়া উপস্থিত ছিলেন কুমারেশ বিশ্বাস তরুণ সাহা পঞ্চায়েত সমিতির সদস্য শুক্লা রায় অনুভা মুখার্জি তারক সরকারসহ অন্যান্য বিশিষ্ট কর্মীরা। বিধায়ক তার বক্তব্যের মাধ্যমে জনগণের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেন এবং ভবিষ্যতে জনগণের ঘরে পৌঁছে তারা বিভিন্ন রকম সুবিধা দেবেন এরকম আশ্বাস দেন।
Karimpur: Didi’s security ceremony was recently celebrated at the MLA’s office in Karimpur, Nadia. Karimpur 77 th Assembly MLA Bimalendu Singha Roy, Karimpur 1st Block Trinamool Congress President Ashish Kumar Chatterjee and Karimpur 2nd Block Trinamool Congress President Rezaul Haquesana were present on the occasion. Kumaresh Biswas Tarun Saha Panchayat Samiti member Shukla Roy Anubha Mukherjee Tarak Sarkar and other prominent activists were also present on the occasion. The MLA, through his speech, talked about providing facilities to the people and assured that they would provide various facilities to the people by reaching their homes in the future.