নদিয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ঃ নদীয়া জেলার করিমপুরে দর্পণ সাহিত্য গোষ্ঠীর পক্ষ থেকে শুরু হলো লিটিল ম্যাগাজিন মেলা। অনুষ্ঠানের 16 তারিখ অব্দি চলবে, এই অনুষ্ঠানে দর্পণ সাহিত্য গোষ্ঠীর সম্পাদক দেবজ্যোতি কর্মকার, সভাপতি রাস রঞ্জন চট্টোপাধ্যায়, সহ-সভাপতি বলাই চন্দ্র সাহা, বিশিষ্ট ক্রীড়াবিদ মোহন সিং এবং সংস্থার সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাহিত্যিক আশিস সিংহ রায় সম্মাননা দেওয়া হল খুশি সাহিত্য পত্রিকার সম্পাদক কার্তিক ভট্টাচার্যকে এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অরুণ চট্টোপাধ্যায়, কল্যাণ চট্টোপাধ্যায় এবং তৃণমূলের জেলা পরিষদের সদস্য সীমা দাস ঘোষ নাচ গান আবৃত্তি মাধ্যমে অনুষ্ঠানে গিয়ে চলে লিটিল ম্যাগাজিন সহ বিভিন্ন সরঞ্জাম একটি সমৃদ্ধ হয়। দর্পণের মুখের খোঁজে সাহিত্য পত্রীকার দ্বিতীয় বছরের প্রচেষ্টা লিটল ম্যাগাজিন মেলা আজ 14ই জানুয়ারি উদ্বেধিত হল।
কলেবরে ছোটো হলেও ভাবনায় বৃহৎ ,না বলা কথা গুলি যেখানে তুলে ধরা যায় । অভিধানিক অর্থ লিটল জার্মান শব্দ মানে ছোটো ম্যাগাজিন মানে বারুদ যুব মনের বিস্ফোরক কথার বিস্ফারিতর জায়গা এই লিটল ম্যাগাজিন।এখান থেকে অনেক নামি কবি উঠে এসেছেন । করিমপুর এই মেলার মাঠে আসুন পত্রিকা কিনুন দর্পণের প্রচেষ্টাকে সফল করে তুলুন ।