করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্টঃ বীর শহীদ অরূপ কর্মকারের পঞ্চম মৃত্যুবার্ষিকী দিনটি পালন করা হলো আনন্দপল্লী শ্মশান প্রাঙ্গণে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিকারপুর বিএসএফ ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট মাননীয় অরবিন্দ পান্ডে মহাশয় এবং করিমপুর থানার এস আই মাননীয়সুমিত দে মহাশয় l বীর শহীদ অরূপ কর্মকার এর প্রতিকৃতিতে মাল্যদান করেন অরবিন্দ পান্ডে এবং সুমিত দে মহাশয়, 2017 সালের 24 এপ্রিল ছত্রিশগড় সুকমা মাওবাদী হানায় আত্ম বলিদান করেছিলেন অরূপ কর্মকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রীড়া শিক্ষক মোহন চন্দ্র সিঁহি মহাশয়,সাংবাদিক প্রদীপ মুখার্জি মহাশয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজিত বিশ্বাস(মাকু)।