নদিয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্টঃ আজ নদীয়ার করিমপুরে শান্তি স্মৃতি লজে মুখ্য বাজার কমিটির সম্পাদক সুবোধ রায় মহাশয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো বাৎসরিক 51 বছর যাবৎ এই অনুষ্ঠানটি চলে আসছে নাচ গান আবৃত্তির মাধ্যমে এছাড়া প্রাতঃরাশ ও দ্বিপ্রহরের ভোজন সহ অনুষ্ঠানটি এগিয়ে চলে নামিদামি কোম্পানির বিশেষ ব্যক্তিত্ব এখানে উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের যুব সভাপতি অরুণ বিশ্বাস মহাশয় মজদুর ইউনিয়নের সম্পাদক প্রেমানন্দ মণ্ডল মহাশয় সহযোগী স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অশোক চৌধুরী ভারতীয় রেডক্রস সোসাইটির করিমপুর শাখার সম্পাদিকা আরতী সাহা বিশিষ্ট ক্রীড়াবিদ মোহন বাবু সহ আরো অনেকে সকাল দশটা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই বিশেষ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পুরস্কার বিতরণ মোটরবাইক সোনার চেন মেমেন্ট সহ আরো আকর্ষণীয় উপহার বন্টন করা হয় বিভিন্ন ডিলারদের মধ্যে।