কৃষক দের জমি জোর করে জবরদখল, এলাকায় উত্তেজনা, অভিযোগ গেইলকোম্পানির বিরুদ্ধে


রানীরহাট ২৪ শে ডিসেম্বর: কৃষককের জমি জোর করে জাবর দখল কে কেন্দ্রকরে উত্তেজনা ছাড়ায় মেকলিগঞ্জ ব্লকের রানিরহাট গ্রাম পঞ্চয়েতের ১৮৩ শৌলমারী এলাকায় । কৃশকরা অভিজক করেন আমদের তিন ফসলী জমি, কারো বা চা বাগান বাপ দাদা চোদো পুরুষের সম্পদ বুক আগলে ধরে জীবিকা নির্বাহ করছি । শেষ সন্বল বলতে চাষের জমি টুকু ।পরিবারের পেট ভরে জমির ফসল বা চা পাতা বিক্রি করে ।আমত অবস্থায় গেইল কোম্পানি গ্যাসের পাইপ লাইনের জন্য জমি অধিগ্রহণ করছে । আজ সকালে পাইপ লাইনের কাজ করতে গিয়ে বিপত্তি । কৃষক এবং গেইল কোম্পানি লোকজন বাক বিতকে জড়িয়ে পড়ে । কৃষকদের এভিযোক তারা জমি এখনও একজন দেয়নি কি করে জোর করে তাদের জমিতে কাজ শুরু করা হলো ।তারা আরো জানান জমির নাজ্য পাওনা বুজে পেলে তবে তারা জমি দেবে । না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এ বিষয়ে গেইল কোম্পানির একজনের সঙ্গে কথা হলে তার কোথায় অনেক অসঙ্গতি দেখা যায় তিনি বলেন মহকুমা প্রশাসক তাদের কে কাজ করার অনুমতি দিয়েছে ।কৃশকের জমির নায্য মূল্য পাওয়ার ব্যাপারে প্রশ্ন করলে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights