দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে নির্বাচনী প্রচারে লক্ষ্মীদের উৎসব। কাজী গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী প্রচার। সভা শুরুর আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এলাকায় মিছিল মহিলাদের। এলাকার হাজার দুয়েক মহিলা অংশ নেন নির্বাচনী প্রচারে। ইংরেজ বাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের কাজীগ্রাম এলাকায় নির্বাচনী সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর শাহনাওয়াজ আলী রায়হান,কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মধূমন্তী কর্মকার, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজিৎ চৌধুরী, ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অর্পিতা দাস, অঞ্চল অবজারভার হীরালাল সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। মমতা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরে দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নির্বাচনে জয়ী করার আবেদন জানান তৃণমূল নেতৃত্ব।