৭২ বর্ষে ললিত কলা


সমীর দাস কলকাতা :–নজরুল মঞ্চে কলকাতার প্রখ্যাত সংগীত শিক্ষা কেন্দ্র ললিত কলার ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হল।১০ তারিখ সন্ধ্যায় স্বনামধন্য সংগীত শিল্পী বিদূষী হৈমন্তী শুক্লা, পণ্ডিত অজয় চক্রবর্তী, ডাক্তার অশোক গাঙ্গুলী, সঞ্জয় মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্টজনেরা উদ্বোধন মুহূর্তে উপস্থিত ছিলেন।এদিন সংস্থার কর্ণধার ও সংগীত শিক্ষা গুরু জয়ন্ত সরকার জানান,১৯৫১ সাল আহিরীটোলায় তার বাবা নির্মল সরকার ও মা অঞ্জলি সরকার, দুর্গা সেন, অধীর বাগচী প্রমুখদের হাত ধরে এই ললিত কলা প্রতিষ্ঠিত হয়।পরে ১৯৮৫ সালে যা স্থানান্তরিত হয় গড়িয়ায়। বর্তমানে প্রায় ১৬০০ ছাত্র ছাত্রী এখানে প্রশিক্ষণরত। এখান থেকে অতীতে অসংখ্য ছাত্র ছাত্রী গান শিখে আজ সুপ্রতিষ্ঠিত। যাদের মধ্যে অন্বেষা দত্তগুপ্ত, অনীক ধর,অরিত্র দাশগুপ্ত অন্যতম। অনেকে আছেন বিদেশেও। এখানে বিভিন্ন জেলা,ভিন রাজ্য এমনকী জার্মানি,ব্রিটেনের মতো বায়রের দেশ থেকেও ছাত্র ছাত্রীরা গান শিখতে আসছেন। এখানে অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা প্রায় ১৫০ জন ছাত্র ছাত্রীকে সম্পূর্ণ নিখরচায় তালিম দেওয়া হচ্ছে। সকলের শুভেচ্ছায় এভাবেই আগামীদিনে এগিয়ে চলবে ললিত কলা। প্রসঙ্গত শিল্পী হৈমন্তী শুক্লা,পণ্ডিত অজয় চক্রবর্তী তাদের বক্তব্যে জয়ন্তবাবু ও তার সহধর্মীনি সীমা সরকারের প্রতি তাদের নিরলস প্রয়াসের ভূয়ষী প্রশংসা করেন,তাদের উদ্যোগকে কুর্নিশ জানান। এছাড়াও এদিন অজয়বাবু রোমন্থন করেন ছেলেবেলার সংগীত চর্চার কিছু অনাবিল স্মৃতিও।

Sameer Das Kolkata :– The 72nd anniversary of Lalit Kala, the famous music education center of Kolkata was celebrated at Nazrul Manch. On the 10th evening, renowned music artist Vidushi Heimanti Shukla, Pandit Ajay Chakraborty, Doctor Ashok Ganguly, Sanjay Mukhopadhyay and other dignitaries were present at the moment of the inauguration. Karandhar and music education guru Jayant Sarkar said, in 1951, this beautiful art was established by his father Nirmal Sarkar and mother Anjali Sarkar, Durga Sen, Adhir Bagchi etc. in Ahiritola. Later in 1985, it was transferred to Garia. Currently around 1600 students are training here. Many students have learned music from here in the past and are well established today. Anvesha Dattagupta, Aneek Dhar, Aritra Dasgupta are among them. Many are abroad. Students from different districts, foreign states and even foreign countries like Germany and Britain are coming here to learn music. Here about 150 economically backward students are being given free training. With the best wishes of all, this is how Lalit Kala will continue in the future. Artist Haimanti Shukla, Pandit Ajay Chakraborty in their speech praised Jayantbabu and his wife Seema Sarkar for their tireless efforts, praised their initiative. Also, on this day, Ajay Babu recounted some of his childhood memories of music practice.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights