লক্ষ্মী লাভের আশায় ব্যাস্ত শিল্পীরা


গোপাল বিশ্বাস,নদীয়া-ঃ রথের পর থেকেই কম বেশী মৃৎশিল্পীরা ব্যাস্ত হয়ে পরে, কারণ পর পর তাকে বিভিন্ন পুজোর মরসুম। পাশাপাশি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো। গত দুবছর করোনা আবহে সেভাবে কোন পুজো অনুষ্ঠান না হওয়ার কারনে অধিকাংশ মৃৎশিল্পীরা আর্থিক ক্ষতির মুখে পরেছিল। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে এবছর মোটের ওপর সব পুজো অনুষ্ঠান বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই হচ্ছে। বিশ্বকর্মা পুজোতেও মৃৎশিল্পীদের ব্যাবসা ভাল হয়েছে, মূলত যারা ছোট ও ছাচের প্রতিমা তৈরী করে তাদের। বাজারে দোকানীদেরও বিশ্বকর্মা পুজোয় প্রতিমার টান ছিল ভালই। সদ্য দূর্গা পুজো শেষ হতেই পুনরায় লক্ষ্মী লাভের আশায় মৃৎশিল্পীরা। কারণ রবিবার কোজাগরী লক্ষ্মী পুজো। লক্ষ্মী দেবীর আরাধনায় ব্রতী হবে সকলেই। তাই লক্ষ্মী প্রতিমা তৈরীতে ব্যাস্ত নবদ্বীপ শহরের ফাঁসি তলা, দন্ডপানি তলা, সহ বিভিন্ন এলাকার মৃৎশিল্পীরা, দিন রাত চলছে কাজ। কলেজের প্রথম বর্ষের ছাত্রী রীমা দাসও তার দাদুর কাজে হাত লাগিয়েছে মূর্তি রং করতে।

রীমা দাস বলেন গত কয়েক বছর ধরে সে তার দাদুর এই কাজে হাতে হাতে যতোটা সম্ভব করে দেয়, গত দুবছর খুব কষ্টের মধ্য দিয়ে যাবার পর এবার চাহিদা বেশ বেশী পলত তাকেও দিন রাত কাজে হাত লাগাতে হচ্ছে,। রীমার দাদু মৃৎশিল্পী জীবন কৃষ্ণ পাল বলেন বিশ্বকর্মা পুজোতে ভাল বিক্রি হয়েছে, সেই আশাতেই লক্ষ্মী মূর্তি বেশি করে তৈরী করছি, আশাকরি বাজার ভাল যাবে, কিন্তু কাচা মালের দাম বৃদ্ধি পেয়েছে বেশ, আর তাতাে লাভের মুখ সেভাবে দেখতে পাচ্ছেন না বলেও জানায়। সব মিলিয়ে করোনা কাটিয়ে স্বাভাবিক ছন্দে এবছর হচ্ছে সব অনুষ্ঠান, পাশাপাশি এক লক্ষ্মীর হাতের ছোয়ায় তৈরী লক্ষ্মী মূর্তিতে কতোটা লাভের মুখ দেখতে পারে মৃৎশিল্পী সেটাই এখন সময়ের অপেক্ষা।

Gopal Biswas, Nadia: Since the chariot, more or less the potters have become busy, because it has different puja seasons. Besides, Durga Puja is the best festival of Bengalis. In the last two years, most of the potters had suffered financial losses due to the absence of any such puja ceremony in the corona situation. This year, all the puja ceremonies are going on in a grand manner to gradually return to normal. Even at Vishwakarma Puja, the business of potters has been good, mainly for those who make small and small idols. Shopkeepers in the market also had a good pull of idols in the Vishwakarma Puja. The potters are hoping to get Lakshmi again as soon as the Durga Puja is over. Because on Sunday, Kojagri Lakshmi Puja. Everyone will worship Goddess Lakshmi. Therefore, the potters of different areas of Nabadwip city, including The Gallows, Dandapani Tala, who are busy making Lakshmi idols, are working day and night. Rima Das, a first-year student of the college, has also joined her grandfather’s work to paint the statue.

Rima Das says that for the last few years, she has done as much as possible in her grandfather’s work, after going through a lot of trouble in the last two years, this time the demand is quite high, she also has to work day and night. Rima’s grandfather, potter Jivan Krishna Pal, said, “We are making more Lakshmi idols in the hope that they have sold well in Vishwakarma Puja, hopefully the market will go well, but the price of raw materials has increased a lot, and you can not see the face of profit in it.” All in all, all the events are being held this year in the normal rhythm after overcoming Corona, as well as how much profit the potter can see in the Lakshmi statue made in the shadow of a Lakshmi, it is now a matter of time.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights