আমি অলোক :- ১৯\০৩\২০২৪
” মাটির টানে লোকো গানে ”
” জীবনের গান মানুষের প্রান ”
======================
বাংলা লোকগানের সাংস্কৃতিক অনুষ্ঠান ।
============================
ইংরেজির দাপটে যেমন বাংলা মাধ্যমের পিছিয়ে যাওয়ার অবস্থা । তেমনি ব্যান্ড, রক, জীবনমুখি, নানা ধরনের আধুনিক গানের আড়ালে কিছুটা লুকিয়ে পড়েছে আমাদের চিরদিনের প্রানের টানের লোক সঙ্গীত যা কিনা দেশের মানুষের মনের কথা , প্রানের কথা, জীবনের কথা প্রকাশ করে। অবশ্য আজকাল বহু প্রতিযোগিতার অনুষ্ঠানের শেষ পর্যায়ে লোক সঙ্গীতকে পাথেয় করেই প্রতিযোগিরা আসর মাত করে দিচ্ছে ।
পরিবেশ আন্দোলনে আমার সহযোদ্ধা সুমিতা পাত্রের আমন্ত্রণে ১৭ ই মার্চ , ২০২৪ , রবিবার সন্ধ্যায় উপস্থিত ছিলাম পানিহাটির লোকসংস্কৃতি ভবনে “মাটির টানে লোকো গানে” র সঙ্গীতের অনবদ্য এক অনুষ্ঠানে । সংগীত গুরু ও প্রখ্যাত লোকশিল্পী মাননীয় শ্রী গৌতম দের সুচারু পরিকল্পনা ও পরিচালনায় তারই ছাত্র-ছাত্রীরা একের পর এক অনবদ্য লোকগান , কবিতা ও লোকগীতির আলেক্ষে নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শক শ্রোতাদের মন জয় করে নেয় । অনুষ্ঠানটির সঞ্চালনায় সুমিতা পাত্রের মুন্সিয়ানাও চোখে পরার মত ।
সঙ্গীত গুরু শ্রী গৌতম দে লোকগান কে নতুন করে সবার মাঝে ছড়িয়ে দেবার যে প্রয়াস নিয়েছেন তাকে অবশ্যই সাধুবাদ জানাই । ছাত্র-ছাত্রীদের মাধ্যমে শ্রী দের এই শুভ প্রচেষ্টা সার্বিকভাবে সার্থক হোক এই কামনা করি । সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিল্পীদেরও জানাই আন্তরিক শুভেচ্ছা, তাদেরও ভবিষ্যৎ জীবন গানে গানে উজ্জ্বল হয়ে উঠুক এই কামনাই রইল ।
এই রূপ একটি মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে উপস্থিত থেকে নিজেকে গৌরবান্বিত বোধ করার জন্য আমন্ত্রক সুমিতা পাত্রকে অনেক অনেক ধন্যবাদ জানাই ।
অনুষ্ঠানের প্রারম্ভে দন্ডায়মান হয়ে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সম্প্রতি প্রয়াত সর্বস্তরের বিদগ্ধ গুণীজনদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় ।
অনুষ্ঠানের খন্ডাংশ চিত্র সংযুক্ত হইল ।
I am Alok :- 19/03/2024
“Moon Tane Loco Song”
“The Song of Life is the Soul of Man”
======================
Cultural programs of Bengali folk songs.
============================
For example, Bengali medium is lagging behind under the dominance of English. In the same way, band, rock, life-oriented, various types of modern songs are hidden behind the folk music of our eternal soul, which expresses the mind, soul and life of the people of the country. However, these days many contestants are rocking the show by playing folk music in the final stages of the show.
On the invitation of my comrade Sumita Patra in the environmental movement, I was present on Sunday evening, March 17, 2024, at the Lok Sanskrit Bhavan, Panihati, in an excellent music program of “Matir Taane Loko Gaane”. Under the smooth planning and direction of music guru and renowned folk artist Hon. Shri Gautam, his students won the hearts of the audience by performing one after another excellent folk songs, poems and dances. Sumita Patra’s Munsiana as the host of the program is also worth seeing.
Sangeet Guru Shri Gautam Dey must be applauded for his efforts to re-spread folk music. I wish that this auspicious effort of Mr. through the students will be successful. I extend my best wishes to all the artists who participated in the music festival, wishing that their future life will be bright with music.
Many thanks to the invitee Sumita Patra for making me feel honored to be present at such a wonderful concert.
At the beginning of the program, a 1 minute silence was observed by standing in line and paying respect to the memory of the recently deceased scholars of all walks of life.
A fragment of the program is attached.