জ্যোতির্বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা ‌


সুমাল্য মৈত্রের রিপোর্ট : ভেবে দেখেছো কি তারারাও যতো‌ আলোকবর্ষ  দূরে এমন এক গানকে বাঁচিয়ে রেখেছে অগোনিত‌ মানুষের হৃদয়। সেই আলোক‌ ‌‌বর্ষ  এবং মহাকাশ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেলো পয়লা এপ্রিল শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের নর্থ ওয়েস্ট লনে‌। এদিন‌ মহাকাশ বিষয়ক বিভিন্ন ধরনের বিষয়ের উপর হৃদয়গ্ৰাহী‌ বক্তব্য‌  বিড়লা তারামন্ডলের  প্রাক্তন প্রধান দেবী‌ প্রসাদ দুয়ারী‌। আগামী দিনে মহাকাশ নিয়ে গবেষণা অবশ্যই নতুন দিকে মোড় নেবে এবং মহাকাশ গবেষণাই এক নতুন দিগন্ত খুলে দেবে বলে জানান তারামন্ডলের ‌‌প্রাক্তন অধিকর্তা‌। এদিনের‌ আলোচনায় বিভিন্ন গ্ৰহ নক্ষত্র সূর্য্যের কার্যকরী‌ ক্ষমতা এবং নক্ষত্রের বিভিন্ন দিকের কথাও তুলে ধরেন তার আলোচনায়। আগামী দিনে এই মহাকাশ নিয়ে যে‌ এক বড়ো জায়গা করতে চলেছে ভারত সেকথাও তিনি উল্লেখ করেন। পাশাপাশি টেলিস্কোপের মাধ্যমেও‌ এদিন চাঁদের গতিবিধিও দেখা হয় উপস্থিত দর্শকদের‌।

Sumalya Maitra’s report: Have you ever wondered if the stars have kept alive such a song as many light years away? A discussion meeting on that light year and space was held on Saturday, April 1, on the North West Lawn of Victoria Memorial Hall. Devi Prasad Duari, the former head of Birla Taramandal, delivered a heartwarming speech on various topics related to space. In the coming days, space research will definitely take a new turn and space research will open a new horizon, said the former director of Taramandal. In today’s discussion, different planets also highlighted the effective power of the sun and the different aspects of the stars. He also mentioned that India is going to make a big place with this space in the coming days. Apart from this, the movement of the moon is also seen through the telescope.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights