মৃন্ময় রায়,মেখলিগঞ্জ: বৃহস্পতিবার বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ জটেশ্বর শাখার উদ্যোগে এই মূর্তি উন্মোচন হয়। এদিন এই মূর্তি উন্মোচন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় জটেশ্বরে। ওই শোভাযাত্রাটি জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, বিশিষ্ট রাজবংশী সাহিত্যিক ও লেখক জগদীশ আশোয়ার, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, জটেশ্বর ফাঁড়ির ওসি জগৎজ্যোতি রায়, ফালাকাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দাস সহ প্রমুখ।
