ক্যামাক স্ট্রীটের “মালাবার গোল্ড এন্ড ডায়মন্ড”-এর দোকান নতুন করে সেজে উঠলো আজ, উপস্থিত ছিলেন পি সি সরকারের স্বপরিবার


ইন্দ্রজিৎ আইচঃ মালাবার গোল্ড এন্ড ডায়মন্ড সারা ভারতবর্ষের খুব নামকরা সোনার দোকান। তাদের সম্প্রতি
তিরিশ বছর পূর্ণ হলো। সেই সঙ্গে ২২ নম্বর ক্যামাক স্ট্রীটের ২০১৩ সালের পুরনো দোকান (১০ বছরের) নতুন করে সেজে উঠলো। আজ এই মালাবার গোল্ড এন্ড ডায়মন্ডের নতুন করে সেজে ওঠা ১৫০০ স্কোয়ার ফুটের এই শোরুমে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত জাদুকর পি সি সরকার জুনিয়র, তার সহধর্মিণী জয়শ্রী সরকার ও অভিনেত্রী ও কবি মৌবনী সরকার। তারা সকলেই এই নতুন শোরুম দেখে খুব আনন্দিত। সকলেই বললেন ভবিষ্যতে তারা এই দোকান থেকে কেনাকাটা করবেন সোনা বা ডায়মন্ড। এক সাংবাদিক সম্মেলনে এই দোকানের ম্যানেজিং ডিরেক্টর প্রদ্যুৎ সরকার জানালেন আমাদের এই মালাবারের শোরুম আজ ১০ বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে এই এপ্রিল মাসে বিশেষ করে বৈশাখ মাসে সব আইটেমের ওপর বিশেষ ছাড় থাকছে ও মেকিং চার্জ ও কম থাকছে। আমাদের এই মালাবার কোম্পানির ৩০ বছর উপলক্ষে কেউ যদি ৩০ হাজার টাকার ওপর কেনাকাটা করেন তাহলে তিনি পাবেন ১০০ মিলি গ্রাম এর গোল্ড কয়েন। আমাদের এই দোকান রোজ খোলা থাকে। সকাল ১১ টা থেকে রাত ৮’৩০ পর্যন্ত দোকান ক্রেতাদের জন্যে উন্মুক্ত থাকে সবসময়। আজ এই সন্মেলনে উপস্থিত ছিলেন মালাবারের টিম মেম্বার তাহসিল আহমেদ, রিজিওনাল হেড পিনাকী চক্রবর্তী, সহ মার্কেটিং ম্যানেজার মোঃ জামিল সবমিলিয়ে নতুন সাজে সেজে উটেছে ক্যামাক স্ট্রীটের এই মালাবার গোল্ড এন্ড ডায়মন্ডের ১০ বছরের পুরনো এই শোরুম।

Indrajit Aich: Malabar Gold and Diamond is a very famous gold shop in all over India. their recently Thirty years have passed. Also, the old store (10 years old) of 2013 at 22 Camac Street was renovated. Today, world famous magician PC Sarkar Jr., his wife Jayashree Sarkar and actress and poet Maubani Sarkar were present at the newly decorated 1500 square feet showroom of Malabar Gold and Diamond. They are all very happy to see this new showroom. All said they would buy gold or diamonds from this store in the future. In a press conference, the managing director of this store, Pradyut Sarkar, said that our Malabar showroom has completed 10 years today. On that occasion, there is a special discount on all items and the making charge is also low in the month of April, especially in the month of Baisakh. On the occasion of 30 years of our Malabar company, if someone makes a purchase above 30 thousand rupees, he will get a gold coin of 100 ml gram. Our shop is open daily. The shop is always open for customers from 11 am to 8:30 pm. Malabar Team Member Tehsil Ahmed, Regional Head Pinaki Chakraborty, Marketing Manager Md. Jamil were present in this meeting today. The 10-year-old showroom of Malabar Gold and Diamond in Camac Street has been given a new look.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights