পাঁচ দিন কেটে গেলেও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার ভয়াবহ সেই স্মৃতি…


সুমিত ঘোষ, মালদা: ঘটনার প্রায় পাঁচ দিন কেটে গেলেও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার ভয়াবহ সেই স্মৃতি এখনো কাটিয়ে উঠতে পারছেন না মালদহের সামসির কালিগঞ্জ এলাকার বাসিন্দা মহিলাল মন্ডল এবং তার স্ত্রী ছবি মন্ডল। সেই দিনের ট্রেন দুর্ঘটনায় তাদের একমাত্র ছয় বছরের ফুটফুটে শিশু কন্যার মৃত্যু হয়েছে‌। ঘটনায় আহত হয়েছিলেন তারা। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসাধীন মহিলালা মন্ডল চোখে মুখে সেদিনের আতঙ্ক এবং মেয়ে হারানো দুঃখ বুকে নিয়ে হাসপাতালের বেডে বসে জানান সেই দিনের ঘটনার অভিজ্ঞতা। হঠাৎ করেই ঝাঁকুনি শুরু হয় তাদের কামরায়। তিনি বুঝতে পারেন লাইনচ্যুত হয়েছে বগি। এরপরই উল্টে যায় তাদের কামরা। এরপর জ্ঞান হারিয়ে ফেলেছিল সে। তবে আপাতত সুস্থ আছে তবে সেই দিনের আতঙ্ক এবং মেয়ে হারানো দুঃখ ভুলতে পারছেন না।

এদিকে আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ট্রেন দুর্ঘটনায় আহত এই দম্পতির সাথে দেখা করেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। আহত দম্পতির সাথে কথা বলে দুর্ঘটনায় তাদের একমাত্র মেয়ে মারা যাওয়ায় সমবেদনা এবং দুঃখ প্রকাশ করেন তিনি। তার পাশাপাশি চিকিৎসাধীন দম্পত্তির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের জানান মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ঠিকঠাক হচ্ছে না‌। চিকিৎসাধীন রোগীরা অভিযোগ করেছেন। কেন্দ্রীয় সরকার ১৫০ কোটি টাকা দিয়েছেন মেডিকেল কলেজের পরিকাঠামো উন্নয়নের জন্য। সেখানে বিল্ডিং তৈরি করা হলেও পরিকাঠামগত অনেক খামতি রয়েছে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights