মালদা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা মৎস্য দপ্তর শাখার উদ্যোগে মৎস্য চাষী দিবস উদযাপন করা হল। এই উপলক্ষে মৎস্য চাষীদের মাছ ধরার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। সোমবার ইংলিশ বাজারের আম জামতলা এলাকায় এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছিল। এদিন প্রায় ৪০ জন মৎস্যজীবীর হাতে হাড়ি সহ মাছ ধরার বিভিন্ন সামগ্রি তুলে দেওয়া হয়। তার পাশাপাশি ওই এলাকায় থাকা বেশ কিছু জলাশয়ে মাছের পোনা ছাড়া হয়। উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলার সভাপতি চিরঞ্জিত মিশ্র, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা মৎস্য দপ্তর শাখার যুগ্ম সম্পাদক সুব্রত চন্দ্র সহ অন্যান্যরা।