[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/ll4YPTtomN4″ align=”center”][vc_column_text]সুমিত ঘোষ,মালদা: আজ মালদা জেলা প্রশাসনের উদ্যোগে পুজো কার্নিভাল। গতবছর ১৯ টি ক্লাব অংশ নিলেও এবছর সংখ্যাটা বেড়েছে। এবছর ২৫ টি ক্লাব অংশ নিচ্ছে পুজো কার্নিভালে। প্রতিমা সহ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে পুজো কার্নিভালে অংশ নেবে ক্লাবগুলি। ইতিমধ্যে তার প্রস্তুতি চলছে জোর কদমে। মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় থেকে জাতীয় সড়ক ধরে ৪২০ মোড় পর্যন্ত অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল। তাই বিকেলের পর থেকেই জাতীয় সড়কে সমস্ত ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে।[/vc_column_text][/vc_column][/vc_row]
