সুমিত ঘোষ মালদা: মালদায় ট্যাব প্রতারণা চক্রের নাগাল পেতে এবার সিট গঠন করলো মালদা জেলা পুলিশ। এসপি ডিআইবি ও অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার নেতৃত্বে গঠন করা হলো সিট। এখনো পর্যন্ত ট্যাব কেলেঙ্কারিতে পাঁচটি মামলা রুজু করা হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুর এর দুটি স্কুল, হবিবপুরের দুটি এবং গাজোলের একটি স্কুলের লিখিত অভিযোগের ভিত্তিতে এই মামলা অজু করা হয়েছে। ফ্রিজ করা হয়েছে ১৮১ টি ব্যাংক একাউন্ট। জানালেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। পুলিশ সুপার আরো জানান কিভাবে একাউন্ট লগ ইন ডাটা ও পাসওয়ার্ড শেয়ার করা হলো সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে তার পাশাপাশি যে অ্যাকাউন্ট গুলিতে টাকা ঢুকেছে সেই অ্যাকাউন্টগুলি ডিটেলস সংগ্রহ করা হচ্ছে। সে একাউন্টগুলি কার কোথাকার ব্যক্তি, তাদের কেওয়াইসি সমস্ত কিছু সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কারো নামে লিখিত অভিযোগ হয়নি। তবে আশা করছি আগামী দুই দিনের মধ্যেই সমস্ত ডাটা এবং অন্য একাউন্টে কিভাবে টাকা চলে গেল তার আইপি রেজুলেশন আমরা পেয়ে যাব এবং তারপরে সমস্ত বিষয় পরিস্কার হবে। বাইট- ১) জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।