মালদা রেলওয়ে ডিভিশনের ডি আর এম মনিশ কুমার গুপ্তার সাথে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন


[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/l-tDdMOv1zc”][vc_column_text]মালদা:বেশ কিছু দাবি দাওয়া এবং সমস্যার সমাধান নিয়ে মালদা রেলওয়ে ডিভিশনের ডি আর এম মনিশ কুমার গুপ্তার সাথে দেখা করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আজ সকালে মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং ডিআরএম এর মধ্যে এই নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হয়। আলোচনা শেষে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, মালদহের কালিয়াচকের খালতিপুর ফ্লাইওভার তৈরির কাজ কোন অবস্থায় রয়েছে কতটা এগিয়েছে কবে থেকে শুরু হবে তা নিয়ে যেমন আলোচনা হয় ঠিক একই রকম ভাবে ইংলিশ বাজারের সাদুল্লাপুর এলাকায় মালদা মোথাবাড়ি রাজ্য সড়কে আন্ডারপাশ তৈরির দাবি জানানো হয়। মন্ত্রী আরো জানান মালদহের কালিয়াচকের তিনটি ব্লক থেকে বিপুলসংখ্যক মানুষ ব্যবসার সূত্রে কলকাতা যাই সে ক্ষেত্রে তাদের ট্রেন ধরতে হয় ফারাক্কা না হলে মালদা স্টেশনে আসতে হয়। তাই ব্যবসায়ীদের কথা মাথায় রেখে খালতিপুরে রাত ৯ টা থেকে ১১ঃ০০ টার মধ্যে কলকাতা গামী ট্রেনের স্টপেজেরের দাবি জানানো হয়।[/vc_column_text][/vc_column][/vc_row]


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights