মালদা: চাঁদার জুলুমবাজি এবং ব্যবসায়ীদের মারধর করার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ব্যবসায়ীদের। মঙ্গলবার বিকেলে ইংলিশ বাজারের নেতাজি সুপার মার্কেটের ব্যবসায়ীরা রথবাড়ি এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ব্যবসায়ীদের অভিযোগ কিছু সমাজবিরোধী প্রতিনিয়ত তাদের কাছ থেকে জোর জুলুম করে চাঁদা আদায় করছে, ব্যবসায়ীদের মারধর করছে, তাদের মার্কেটে কোন নিরাপত্তা নেই, বারবার প্রশাসনকে জানানো হয়েছে বিষয়টি তার পরও কোনো প্রতিকার হয়নি। এরই প্রতিবাদে আজ তারা রথবাড়ি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।