মালদা: দোল উৎসবের আগে পৃথক দুই জায়গায় হানা দিয়ে প্রচুর দেশী এবং বিদেশী মদ উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ধৃতদের বৃহস্পতিবার মালদা জেলা আদালতে তোলা হয়। জানা যায় বুধবার গভীর রাতে মহদীপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাঞ্চনটার এলাকায় হানা দিয়ে বলরাম সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করা হয় প্রায় ৮০ বোতল বিদেশী বিদেশী মদ। তার পাশাপাশি এদিন রাত্রে ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহরে রথবাড়ি এলাকায় হানা দিয়ে সেখ নাবিউল নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে উদ্ধার হয় ২৩ বোতল দেশি এবং বিদেশি মদ। ধৃত দুই জনকেই বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করে ইংলিশবাজার থানার পুলিশ।