মালদা: মাক্সবিহীনদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল থেকেই অভিযানে নামল ইংরেজবাজার থানার পুলিশ। মালদা শহরের ফোরারা মোড়, বালুচর সহ একাধিক এলাকায় অভিযান চালায় পুলিশ। পথচলতি সাধারণ মানুষদের করোনা বিধি নিয়ে সচেতন করার পাশাপাশি মুখে মাস্ক না পড়ার অভিযোগ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত প্রায় ১৮০০ জনকে আটক করেছে ইংরেজবাজার থানার পুলিশ।