মালদাঃ বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত দুই আহত ৮। শুক্রবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার আম বাজার ৩৪ নম্বর জাতীয় সড়ক বাইপাসে। জানা গেছে একটি বুলেরো গাড়ি করে মুর্শিদাবাদ জেলার ওমরপুর থেকে শিলিগুড়ি বিয়ে বাড়ি যাচ্ছিল চালকসহ দশজন। ঠিক সেই সময় ইংরেজ বাজার থানার আম বাজার বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বুলেরো গাড়ি উল্টে যায়। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গেছে মীর কোয়েল এবং ওই বুলেরো গাড়ির চালক সহ দুজনের মৃত্যু হয়। ঘটনায় আহত আট জন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।