ফের মালদা জেলায় উদ্ধার দুই জার ভর্তি তাজা বোমা


কালিয়াচক,মালদা-ঃ দুই জার ভর্তি তাজা বোমা উদ্ধার। কালিয়াচক থানার দক্ষিণ লক্ষীপুর গ্রামের পাগলা নদীর ধারে একটি লিচু বাগান থেকে উদ্ধার বোমা। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। কে বা কারা বোমা মজুদ করেছিল খতিয়ে দেখছে পুলিশ। আর এই ঘটনাকে ঘিরে সোমবার সকাল থেকেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে। কে বা কারা দুই প্লাসটিকের জার ভর্তি এই বোমা-গুলি মজুদ করে রেখেছিল সেই সম্পর্কে এখনও পরিষ্কার করে জানতে পারে নি তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশ জানিয়েছে, ক্রিকেট বলের মত হুবহু দেখতে 9টি বোমা ও 32 টি কোটা বোমা উদ্ধার হয়েছে I সে গুলিকে প্রচলিত ভাষায় ককটেল বোমা বলে পরিচিত। সীমান্তের ওপারে এই ধরনের বোমা দুষ্কৃতীদের কাছে চাহিদা রয়েছে। ফলে এখানে এই ককটেল বোমা বানানোর প্রবণতা বাড়ছে দুষ্কৃতীদের মধ্যে বলে মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দক্ষিণ লক্ষীপুর গ্রামের লিচুবাগান দিয়ে কিছু মানুষ কাজে যাওয়ার সময় বড় দুই প্লাস্টিকের জার পরিতক্ত জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখেন। তারপরে উঁকিঝুঁকি মারতে সেই বোমার সন্ধান মেলে। খবর দেওয়া হয় কালিয়াচক থানায় । এরপরই তদন্ত আসে সংশ্লিষ্ট থানার পুলিশ। লিচু বাগানের যেখানে দুই জার ভর্তি বোমা মজুত রয়েছে, সেখানে লাল ফিতা দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। ইতিমধ্যে এই বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড কর্তাদের খবর দিয়েছে জেলা পুলিশের কর্তারা। পুলিশ জানিয়েছে, প্লাস্টিকের বড় দুই জার ভর্তি প্রায় 41 টি তাজা বোমা মজুত রয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে এই ঘটনার পিছনে কারা জড়িত রয়েছে সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনা স্থলে বোম্ব স্কোয়াড, দমকল ও কালিয়াচক থানা পুলিশ বোমাগুলিকে নিষ্ক্রিয় করে I


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights